শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ।
অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে, শীতার্ত প্রকৃতির ঘুম ভাঙিয়ে আসে ঋতুরাজ বসন্ত। চৈত্রের শেষ পর্যন্ত তার গৌরবময় অবস্থিতি। এসময় বাংলার প্রকৃতি সত্যই হয়ে ওঠে ঋতুরাজের রঙ্গশালা।
প্রকৃতি যেমন নিজেকে রিক্ত করে বসন্তের সিংহাসন সাজিয়ে দিয়েছিল, তেমনই বসন্তও প্রকৃত রাজার মতন প্রকৃতিকে আবার নতুন রূপে সাজিয়ে দেয়। সারা বছরের নানা উত্থান-পতনে শুষ্ক প্রকৃতি, নতুন রূপে রসে বর্ণে গন্ধে আবার নববর্ষকে বরণ করে নেবার জন্য প্রস্তুত হয়।
বসন্তের রূপ-সৌন্দর্য এতটাই প্রভাব সঞ্চারি যে সকলের মন হরণ করে নেয়। শীত যায় বসন্ত আসে, বসন্ত মানুষের কাছে সমাদৃত হয় ঋতুরাজ রূপে। বসন্তের রূপের সত্যিই কোনো অন্ত নেই। সে যেন পৃথিবীতে নবজাতকের প্রতীক। শীতের জীর্ণ সাজ ফেলে দিয়ে আমাদের প্রকৃতি এই সময়ে কি এক আশ্চর্য মায়ার সংস্পর্শে হয়ে ওঠে অপরূপা।
বসন্তের নবীন আনন্দে জীবনের হৃদয় দুয়ার যায় খুলে। উষা থেকে গোধূলি কোকিলের সুমধুর কলতান বারবার বসন্তের আগমনের ঘোষণা করে যায়। নব–কিশলয়ভারে মঞ্জরিত হয়ে ওঠে বৃক্ষশাখা। বসন্তের মাধুরী ভেসে আসে পলাশের বাহারে, পারুলের হিল্লোলে , শিরিশের হিন্দোলে।
শীতের উত্তরা হাওয়াকে পিছনে ফেলে , দক্ষিণা বাতাস বয়ে আনে স্নিগ্ধ আবেগের বিচিত্র উচ্ছ্বাস। মন-প্রাণ যেন দোলা দিয়ে ওঠে সেই উচ্ছ্বাসের আবহে। সুন্দরের অপরূপ নেশায় মাতাল হয়ে ওঠে বন প্রকৃতি।
প্রকৃতির এমন রূপ রসে মুগ্ধ হয়ে সেই কতকাল আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়’…। সেই বসন্ত রাজের আগমন ঘটেছে আজ। কাগজে কলমে শীত চলে গেলেও প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। সকাল সকাল কোকিলের ডাক জানান দিচ্ছে চলে এসেছে বসন্তকাল।
সেইসাথে আজ বিশ্ব ভালোবাসা দিবস। বাংলা একাডেমি পঞ্জিকা সংশোধনের পর এখন পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে উদযাপিত হয়।
এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানের মত শাহজাদপুরেও আজ মঙ্গলবার পহেলা ফাল্গুন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং রংধনু মডেল স্কুল নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে ।
শাহজাদপুরে সুনামধন্য রংধনু মডেল স্কুল জাকজমকপূর্ণভাবে বসন্তকে বরণ করে । এদিন ভোর থেকে বসন্ত সাজে সজ্জিত বিদ্যালয় প্রাঙ্গণে শিশু-কিশোর শিক্ষার্থীরা বর্ণিল সাজে উপস্থিত হন । পরে গান, নৃত্য ছাড়া ও বিভিন্ন উপস্থাপনার মধ্য দিয়ে ১লা ফাল্গুন ও ঋতুরাজ বসন্তকে বরণ করে । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা
এদিকে বসন্ত বরণ এবং ভালবাসা দিবসকে কেন্দ্র শাহজাদপুরে ফুলের দোকান গুলোতে ছিল ফুল কেনার ধুম। হরেক রঙের গোলাপ, রজনীগন্ধা, অর্কিড, দোলনচাঁপা, পদ্মা, জিনিয়া, ডালিয়া, চাইনিজ গাঁদা, জিপসিসহ বিভিন্ন ধরনের ফুলের সমাহার ঘটিয়েছেন বিক্রেতারা। আজকের দিনে যান্ত্রিক জীবন থেকে বের হয়ে মানুষ প্রাণভরে নিচ্ছেন বসন্তের সুরভিত ঘ্রান।