বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উপলক্ষে নওগাঁ জেলা পরিষদ পার্কে দর্শনার্থীদের ভীর
বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উপলক্ষে নওগাঁ জেলা পরিষদ পার্কে দর্শনার্থীদের ভীর উপচে পড়েছে। আমাদের নওগা প্রতিনিধি শামীম আনছারীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট-
ঋতু চক্রের পালাবদলে শিমুল-পলাশের রাঙা হাসি, বাতাসে ফিসফাস; রবি ঠাকুর যে বলে গেছেন, ‘আজি খুলিয়ো হৃদয় দল খুলিয়ো’ রবি ঠাকুরের সেই কথা যেন বাস্তবে রুপ নিয়েছে। ফাল্গুনের প্রথম দিন মঙ্গলবার। এ দিনই আবার ভ্যালেন্টাইস ডে, যাকে বাঙালি বলে ‘ভালোবাসা দিবস’ ও বসন্ত বরণ। বাসন্তী সাজে নওগাঁ জেলা পরিষদ পার্কে দর্শনার্থীদের ভীড় উপচে পড়েছে। কেউ বন্ধু-বান্ধবীর সঙ্গে, কেউবা প্রিয় মানুষটির সঙ্গে উৎসবে মেতে উঠেছেন। সবাই একে অপরের সঙ্গে বিনিময় করছেন বসন্তের শুভেচ্ছা। সেই সঙ্গে সেলফি তো আছেই। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ভীর জমাচ্ছেন তারা। সব মিলিয়ে জেলা পরিষদ শিশু পার্ক চত্বর বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।