ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শাহজাদপুরে ৩ দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত।
রাজেশ দত্ত ও ভরত সাহার তথ্য চিত্রে বাংলা খবর ডেস্ক রিপোর্ট-
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শাহজাদপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উৎসবমূখর পরিবেশ আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৩ দিনের বর্ণ্যাঢ্য অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৭টায় কেন্দ্রীয় মন্দির গৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রমে মঙ্গলঘট স্থাপন, ১১ টায় হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা, বিকেল ৫ টায় শিশু কিশোরদের গীতাপাঠ প্রতিযোগীতা, সন্ধ্যায় ৬ টায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরদিন বৃহস্পতিবার রাত ৮ টায় সেখানে শ্রী শ্রী কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়। এরও পরদিন শুক্রবার কেন্দ্রীয় মন্দির গৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি অসীম কুমার সাহা বানী উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং উক্ত সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডি’র প্রকাশক মানিক কুমার সরকার। উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক চন্দন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক মানিক সরকার, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারন সম্পাদক উৎপল কুন্ডু প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের মিডিয়া পার্টনার বাংলা খবর বিডির প্রকাশক মানিক কুমার সরকার ও সম্পাদক শামছুর রহমান শিশিরকে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান কর হয়।
এবারের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগমে অনুষ্ঠিত বর্ণ্যাঢ্য শোভাযাত্রা প্রতিযোগীতায় গাড়াদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ১ম স্থান, হাবিবুল্লাহনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ২য় স্থান ও নরিনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ৩য় স্থান অধিকার করে। তাদের সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়া, বর্ণাঢ্য শোভাযাত্রার বিশেষ সৌন্দর্য বর্ধনের জন্য আল্পনা বসাক, টুম্পা বসাক,দিপীকা বসাক, চম্মা বসাক, মনি দাস ও টুম্পা রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এদিকে, শ্রীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগীতায় সিমান্ত সাহা ১ম স্থান, বন্ধন চক্রবর্তী, বর্ণ দত্ত ও শ্রুতি বসাক ২য় স্থান এবং বিষ্ণু প্রিয়া সরকার ৩য় স্থান অধিকার করে। এছাড়া বিজয়ীরা হলেন, সৌমিত্র দত্ত, অনুশ্রী সাহা, অর্ক রায়, শ্রেষ্ঠা দেওয়ান, কোয়েল প্রামাণিক, উৎসসী কুন্ডু,দিব্য বসাক, অর্পিতা দত্ত ও প্রাপ্তি বসাক, সুর্য ভক্ত, লাবন্য ভক্ত,অভিজিৎ ভক্ত, তন্ময় পাল, মনময়ী পাল, তুর্য পাল, সুগমন সাহা, গুণগুণ পোদ্দার, অমৃত কুমার পার্থ, নিরব সাহা, মনি দাস, তাথৈই সাহা, রশ্মি সাহা, রাইমা সাহা, কথা বসাক, শ্রেয়া সরকার ও শেষ্ঠা সরকার, প্রনয় কুন্ডু, ভূমি সাহা, মহুয়া বসাক, প্রথমা সাহা, গীতশ্রী সাহা ও অনুষ্কা দত্ত প্রমুখ।
এছাড়া শিশু কিশোরদের ধর্মীয় সাজ-সজ্জা প্রতিযোগীতায় অর্ক রায় ১ম, নীল শীল ২য়, ঈশান সরকার ৩য়, নিবেদিতা কুন্ডু ৪র্থ ও স্বর্ণ দত্ত ৫ম স্থান অধিকার করেন। এছাড়াও বিজয়ীরা হলেন, অর্জুন পোদ্দার, রানী সাহা, বর্ন কুমার শীল, মেঘনাথ দাস, শ্রেষ্ঠা সরকার, নিবেদিতা চৌধুরী, অনুশ্রী সাহা, অলিমাজিৎ সূত্রধর, গুণগুণ পোদ্দার, সাম্য সাহা, অর্পন দত্ত, প্রথমা সাহা, কাব্য প্রামাণিক, উৎসসী কুন্ডু, পিকু কুন্ডু, অন্তরা বসাক, মুসকান বাঁশফোর, অনামিকা বাঁশফোর, দিব্য বসাক, তন্ময় পাল, তুর্য পাল, স্তুতি দত্ত, আগত সাহা, প্রাপ্তি বসাক, অনন্ত সাহা, অষ্টমী কর্মকার, শ্রীময়ী দত্ত, তরী দত্ত, দেব দত্ত, সার্থক দত্ত, মিন্ময়ী সাহা, দিপ্ত সাহা, মনি দাস, শ্যামা সাহা, রাহুল দত্ত, রশ্মি সাহা, শান্ত দত্ত, শ্রেষ্ঠা দেওয়ান, শ্রুতি বসাক, প্রতিম দাস, বর্ষা রানী সূত্রধর, সৌমিক সরকার ও ভূমি সাহা।
প্রতিযোগীতায় বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য অমল কৃষ্ণ বসাক ও সহ-সভাপতি বিপ্লব সরকার। পরে অতিথিবৃন্দ সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে মানব প্রেমিক এনামুল হাসান হিটুসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
বাংলা খবর নিউজ ডেস্ক।