বেনাপোল চেকপোস্টে আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কাস্টমস স্ক্যানিং মেশিনটি কয়েক সপ্তাহ ধরে অচল
বেনাপোল চেকপোস্টে আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কাস্টমস স্ক্যানিং মেশিনটি কয়েক সপ্তাহ ধরে অচল : চেকিং হচ্ছে না ব্যাগেজ : স্টাফ রিপোর্টার আহম্মদ আলী শাহিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট –
বেনাপোল চেকপোস্টে স্থল বন্দরের আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কাস্টমসের স্থাপিত স্ক্যানিং মেশিনটি কয়েক সপ্তাহ ধরে অচল রয়েছে। চেকিং কাজে ব্যবহারিত স্ক্যানিং মেশিনটি অচল থাকায় চেকিং হচ্ছেনা যাত্রীদের ব্যাগেজ। বাংলাদেশ থেকে ভারত গামী যাত্রীদের কোন ব্যাগেজ তল্লাশী না হওয়ায় বেড়ে গেছে ব্যাগেজ ব্যবসায়ীদের তৎপরতা। অনায়াসে পাচার হচ্ছে ব্যাগেজ রুল বহির্ভুত মালামাল। আর এ সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যাগেজ ব্যাবসায়ীরা তৎপর হয়ে উঠেছে। তারা লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পরের দিন বাংলাদেশ থেকে ব্যাগেজ রুল বহির্ভুত মালামাল নিয়ে ভারতে যাচ্ছে । এ ম্যাশিনটি অচল থাকার ফলে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন তেমনি তল্লাশী কার্যক্রম ব্যাহত হওয়ায় চোরাচালানের আশঙ্কা বাড়ছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছেন স্ক্যানিং মেশিনটি সচলের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।
বেনাপোল দিয়ে ভারতে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এখন, চিকিৎসা ও ব্যবসায়ীক কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথে যাতায়াত করে থাকে। চেকপোস্ট কাস্টমস ভবনে চোরাচালান প্রতিরোধে রয়েছে দুটি স্ক্যানিং মেশিন। এর একটি বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত যাওয়ার পথে যাত্রীদের ব্যাগেজ স্কানিং করা হয়ে থাকে। আর একটি রয়েছে চেকপোস্ট কাস্টমসে যেটি ব্যবহৃত হয় ভারত থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশীর কাজে। ভারত ফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশীর কাজে ব্যবহৃত কাস্টমসের স্কানিং মেশিনটি রয়েছে। এতে তল্লাশী কার্যক্রম চলছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা শারমীন আক্তার রানু জানান, অচল হয়ে পড়ে থাকা স্ক্যানিং মেশিনটি সচলের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। চায়না থেকে যন্ত্রপাতি আসছে। খুব দ্রুত সচল হবে। আপাতত অচল থাকা ভারত যাওয়া যাত্রীদের ব্যাগেজ তল্লাশীর কাজে ব্যবহৃত স্ক্যানিং মেশিনটি কাজ না হওয়ায় যাত্রীদের ব্যাগ পরীক্ষা-নিরিক্ষা করা হচ্ছে।
ব্যুরো রিপোর্ট
বাংলা খবর।