উল্লাপাড়ায় পানির দামে চামড়া বিক্রি : ১০ মণ ওজনের গরুর চামড়া ১শ’ টাকায় বিক্রি।
প্রতিনিধি রাজু আহমেদ সাহানের প্রতিবেদন-
‘এবার একেবারেই দাম নেই চামড়ার। অনেক অপেক্ষার পর ১০ মন ওজনের গরুর চামড়া ঈদ পরবর্তীতে মাত্র ১শ’ টাকায় বিক্রি করেছি। কিন্তু খাঁসির চামড়ার কোন ক্রেতা না থাকায় মাটিতে পুঁতে দিয়েছি।’ অনেক দুঃখ নিয়ে কথাগুলো বললেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার বাসিন্দা আইনুল হক।
উপজেলার পূর্বদেলুয়া গ্রামের রায়হান আলী ৫ লাখ টাকা দামের ষাঁঢ়ের চামড়া বিক্রি করেছেন ৩শ’ টাকায়। অনুরুপ কথা বললেন, কাশিনাথ পুরের আব্দুল হামিদ, রামনগরের জিল্লুর, বড়পাঙ্গাসী গ্রামের আব্দুল গফুরসহ অনেক চামড়া বিক্রেতা।
বস্তুতঃ এ বছর উল্লাপাড়ায় কোরবানীর পশুর চামড়ার দাম খুবই কম। এতে বিক্রেতা যেমন কম মূল্য পেয়েছে। পাশাপাশি মৌসুমী চামড়ার ব্যবসায়ীরাও চামড়া কিনে খুব লাভবান হতে পারেননি। সরকারের বেধে দেয়া দামে ট্যানারি মালিকেরা চামড়া কিনছেন না বলে জানালেন এক আড়তদার।
উল্লাপাড়া পৌরসভার মৌসুমী চামড়া ব্যবসায়ী স্বপন দাস মাত্র ৭৫ টি গরুর চামড়া কিনেছেন। প্রতি পিছ চামড়া ১শ’ টাকা থেকে শুরু ৪শ’ টাকা দরে কিনেছেন। তবে খাঁশির চামড়ার চাহিদা না থাকায় তিনি তা কেনেননি। ক্রয়কৃত চামড়া লবনজাত ছাড়াই বিক্রি করে দিয়েছেন। কিন্তু স্থানীয় আড়তদাররা এসব চামড়া বেশি দামে নিচ্ছেন না। স্বপন দাসের মত একই রকম কথা বলছেন উল্লাপাড়ার মৌসুমী চামড়া ব্যবসায়ী রজিৎ দাস ও ইব্রাহীম হোসেন।
চামড়ার আড়তদার মোহাব্বত হোসেন জানান, ঢাকার ট্যানারি মালিকরা সরকারের বেঁধে দেয়া দরে চামড়া না কেনায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। লবনজাত করে ট্যানারিতে চামড়া বিক্রি করতে গেলে সামান্য ত্রুটিযুক্ত চামড়া না কিনে ভালো চামড়া ৩৫ টাকা থেকে ৪৫ টাকা বর্গফুট দরে তারা কিনছেন। এতে চামড়া ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
বাংলা খবর নিউজ ডেস্ক।
About Us
‘Banglakhaborbd.com’ is an online Bengali news portal of Bangladesh. Banglakhaborbd is a Bengali word. Banglakhaborbd means the news communication of Bangladesh. The theme of the news Portal is ‘Always stand for truth’. Banglakhaborbd.com is a Bangladesh-based multimedia platform for news, opinion, and entertainment. It’s a 24/7/365 platform to keep the readers and audience updated with each moment’s national and international developments.
Journalism based on communications. Communication is the main part of journalism. We believe that communication is our Power. In Bangladesh, we would like to make communication from people to people, man to man by using real journalism. Our destination is Professional Journalism.
Media or news portals are used to inform the people, educate the people, entertain the people, and pursue the people. We believe we can deliver the people real or right information which will build our nations educated and wise. By using real journalism, we will able to make our people know the right things.
In journalism, there are some rules and regulations. We believe we should always obey the rules and regulations to make real journalism.
The news portal has some sections – such as politics, administrative affairs, expatriate affairs, education, health, entertainment, lifestyle, science and technology, international events, communications, law and order, crime, nature, religious affairs, agriculture, and others. We have about 30 journalists to cover the divisions. Some of them are working on the news desk and others are working in the field.
The national and international news is being published on our news portal. We try to post the real news as fast as we can. In Bangladesh, there are 64 districts. We have collected expert and professional newsmen from the districts and appointed them as district correspondents. We believe they will give their best services to our news portal.